গাঙুড়ের জলে ভেলায় ভাসা দূর্গন্ধ
ছড়িয়ে দিয়েছে বাতাস "প্রতিকার" চেয়ে
নীরবে নিঃশব্দে...
ঘাস,পাতা, ফুল মাটির নিঃশ্বাস নিয়ে।
ঢেউগুলোর কণ্ঠস্বর
টানছে উজান ভাঁটি নদীর গভীরে
অনিয়মের ইশারায় বার বার!
অকাল ঝঞ্ঝায় ভেলা তবু কিনারে।
অবেলায় সূর্য নেমে গেছে পশ্চিমে
ক্ষয়িষ্ণু শরীরে গোধূলি জড়িয়ে
বেহুলার প্রার্থনার অপেক্ষায় তখনও মণসা
দাঁড়িয়ে আছে প্রজা বাৎসল্য নিয়ে।
স্পর্শগুলো ছুঁয়ে আছে
চাঁদ সওদাগার...
সদর দরজায়
শরীরে পৌরষত্বের অহঙ্কার।