দিন - রাতের বিছানায় খেলা করো
তুমি ব্যস্ত শুধু ব্যস্ত
তোমার নিজের সমস্ত কাজ জুড়ে ঐ বিছানায়
তুমি নিজেকে বিলিয়ে দিয়েছো
কেবলই অপরের ভোগে
তোমার বয়স হয়েছে
তবুও শরীরী স্বাদ পেতে
রোজ রোজ মত্ত হয়ে উঠেছো
তুমি তোমার ব্যক্তিত্বকে জমা রেখেছো
দিন-রাতের বিছানার খেলায়।