দু'চারটে ঢেউ
জড়িয়ে ধরেছি শরীর
টান পেতে পেতে আশ্রয় খোঁজে
কয়েকটি পরিযায়ী মানুষ
তারা বসে বসে দেখে
ঢেউগুলো কিভাবে
মুখোমুখি বসে জল আয়নার ভেতর...