পিছু হটতে হটতে
পিছনের দেওয়াল আর পিঠ একেবারেই বিন্দুর
পরিধির দুপ্রান্তে প্রায়

গোধূলির সূর্যের মতো
একেবারেই দিগন্তের সিমানার ধারে
পৌঁছে গেছ

সাগর পাড়ে আশ্রিত
জলের অবাঞ্ছিত ফেনার মতো
জীবনপঞ্জি


বিবেক বোধ বন্ধকি রেখে
দিবানিশি নেশায় ছুটছো
ক্ষণিকের মোহে

বিচ্ছিরি তোমার ভাবনাগুলো
মিথ্যের আদলে গাঁথা
তোমার ভবিষ্যত এমন পায়ের কাছে

ভোর হতেই বাড়ির মোরগ
ডেকে উঠবে নিশ্চিত
তাই তাদের মুখে জ্বাল লাগিয়ে দাও


তোমার ঘরে মিথ্যে আনাগোনা
এখন তুমি নেশায় আছো ডুবে
সমস্ত সুখ পাচ্ছ ক্রমাগত
দিবানিশির ভুল সাগরে