সন্ধ্যায় মায়া নেমে এলে
তোমার বুকে মাথা রাখি।

মুঠোয় জোনাকি রেখে
তুমি সস্নেহে আদর করো
রাতের কথা তোমার ঠোঁটে
নি:শ্বাস ভরে তা গ্রহণ করি

রাতের শেষে  তোমার চোখে
ধারণার মুহূর্তগুলো বদলে যায়

ভোরের আলো ফোটার আগে
আমি সারারাতের  স্বপ্নগুলো  ভাবতে ভাবতে
পথের ধুলোয় ঘুমিয়ে পড়ি।