পেতেছি হাত,তুমি দাও করুণা
দূরে অন্ধকারে দূ:খ কাঁদছে
তুমি কি চাও আমি তোমার?
ভালবাসা মাতোয়ারা হলে
আলো ঝরে পড়ে
এই আকাশের নীচে সূর্যধর্ম
দেখি বাবার মুখ তোমার ভেতর।