কিছু টুকরো টুকরো কথা থাক
তবেই তো ভবিষ্যৎ বোঝা যাবে
কিছু মানুষকে চেনা থাক
তবেই তো সূর্যোদয় বোঝা যাবে ।
কিছু দু:খ পড়ে থাক সমুদ্র সৈকতে
তবেই তো জলের আবেগ উচ্ছ্বাস ।
একটা সম্পর্কের আলো থাক
তবেই তো বোঝা যাবে প্রকৃত স্নেহ ।
কিছু বিচ্ছেদ থাক পিতা পুত্রের
তবেই তো ভাসিয়ে দেবে নৈঃশব্দে
ভালোবাসার টান ।
একটা ফোন আসতে দেরি হলে
অনবরত মাথায় চাপ তৈরি হলে
বারংবার ফোন দেখে যাই।