শেষ লোকাল ট্রেন চলে গেছে। এরপর ফাঁকা প্লাটফর্ম আর আমি,বৃষ্টি পাত আর মেঘমেশানো জ্যোৎস্না
এখনো তুমি খবর নিলে না,তবে আসবে বলে দিন দুয়েক আগে কথা দিয়েছিলে।কি আর করবো?
একদিকে খিদে আর একদিকে মানসিক যন্ত্রণা অথচ তোমার মুখে জ্ঞানের বিকাশ।
তুমি কোথায় ঘুমিয়েছো?,কিভাবে রাত যাপন করো?এ-সব প্রশ্ন মেলাতে মেলাতে
প্লাটফর্মের শুয়ে নিতে পারি ভেবে একটু বসে বসে
ক্লান্ত চোখ বন্ধ করি।
ঘুমের ঘোরে সংসার সুখের স্বপ্ন দেখতে দেখতে
তোমাকে ভালো রাখার শপথ নেওয়া এতো দায়-দায়িত্ব নিয়ে উৎসর্গ করি।
আবার ভোরের প্রথম লোকাল ট্রেন চলে গেলে
তখনও ভীড় প্লাটফর্মে উৎসুক চোখে তোমাকে দেখার অপেক্ষায় বসে থাকি...