যে ছেলেটা সারারাত না খেয়ে কেঁদেছে
বালিশ ভিজিয়েছে চোখের জলে...
বাবার কাজ হলো এই কান্না বন্ধ করা
যে ছেলেটা শুধু দিনরাত অপেক্ষা করে
অসহায় হয়ে যে ছেলেটা আত্মহত্যা করে
বাবার কাজ সেই মৃত্যুর আগে এসে ভালোবাসবে
কারণ...
বাবা ছাড়া ছেলের জয় সম্ভব নয়।