সাঁতার জানে না মেঘ
শুধু একা একা ভেসে যায়!
সমর্পণ স্নেহ  খোঁজে
হৃদয়! হায় হৃদয় ! কেন যে
বারংবার ছুটে যায়
অহেতুক  কৌতুক ভরে
              অশ্রুকে ছোঁয় !