বাড়ির মাঝখানে দেওয়াল
ভাগ করে নিয়েছে আস্ত দুপুর
ঝগড়াটে রোদ সময় বুঝে ডাক দেয় আধখানা দেওয়ালে
ডাক শুনে দুপাশ থেকে বাড়িয়েছে ছায়াহাত
তুমিও টুকরো টুকরো তুলছো হাই
তবে নেই দেওয়ালের দুপাশে অতীত আনন্দ
মরচেপড়া রূপ আঁকা দেওয়াল শরীরে
তবুও তুমি বর্তমানে আমার কাছে এলে
স্নিগ্ধ মায়ায় ডাক দিলে আমাকে
দেওয়াল দরজা তৈরি হয়
কুয়াশামাখা ছায়ায়
স্নেহভরে ডাক দিলে ভবিষ্যতের পথ খোঁজে।