অফুরন্ত ভ্রান্ত নেশায়
চুরি হয়ে গেছে
তোমার আবেগভরা মস্তিষ্ক
তুমি এতোটাই শারীরিক কামনায় উৎকণ্ঠা
তাতে ক্ষয়ে যায় আয়ুরেখা
অজস্র বেনামি নাটকের খেলায়
শরীরে শরীরে ভেসে যাও
পরিনয় একাকিত্বতা
যেভাবে তুমি ভালবাসা এড়িয়ে
ভয়ঙ্কর ফাঁদে অলৌকিক ভালবাসায়
দিকশূন্য হয়ে ছুটে বেড়াও
তাই মৃত্যু নামক সংজ্ঞা
তোমাকে ভুলে যাবে না...