মেঘ বলল, যাবি ?
আমার সাথে দূর দেশেতে যাবি?
অনেক কিছু আছে দেখার
অনেক কিছু আছে শেখার
আমার সাথে চল না সবাই
অনেক কিছু পাবি !
চল না রে মন যাই !
মেঘ যেখানে বলছে যেতে
পথ দেখিয়ে চাইছে নিতে
মেঘের সাথে পাল্লা দিয়ে
সবুজ মনটা সঙ্গে নিয়ে
সেইখানে চল যাই !
চল না রে মন যাই !
নিয়ম বাঁধা জীবনটাকে
একটুখানি সরিয়ে রেখে
চল না রে মন হাওয়ায় ভেসে
মেঘের সাথে মেঘের দেশে
দূর আকাশে যাই !
চল না রে মন যাই !
দূর দেশে ওই সমুদ্দুরে
"সি-গাল" যেথায় বেড়ায় উড়ে
অশান্ত বেশ সাগর যেথায়
মনটা নাচে ঢেউয়ের দোলায়
সেইখানে চল যাই !
চল না রে মন যাই !
বরফ ঢাকা পাহাড় চূড়ায়
যেই পাহাড়ে মনটা হারায়
ভোরের প্রথম আলোর স্রোতে,
যেইখানে মন উঠবে মেতে
সেইখানে চল যাই !
চল না রে মন যাই !
দূরের কোনো জঙ্গলেতে
যেইখানে ঠিক গভীর রাতে
বাঘ ভালুকের আনাগোনা
দৌড়ে পালায় হরিনছানা
সেইখানে চল যাই !
চল না রে মন যাই !
স্বাধীনতার স্বাদ যেখানে
হাজার পাখি আকাশ পানে
মনের সুখে উড়ে বেড়ায়
আহ্লাদে ওই ডিগবাজি খায়
সেইখানে চল যাই !
চল না রে মন যাই ।