রাত শেষ হতে চায় না। ভোর হবে কখন?

অন্ধকার শুয়ে থাকে সর্বচরাচরে,সব মানুষের ঘরে, জনপদে।
গরীব দরিদ্র মানুষগুলো অন্ধকারে নাকানিচুবানি খেয়ে ছটফট করে।
নিস্তরঙ্গ বাতাসের স্রোতে —
মানুষের মুখগুলো  বড়ো অসহায়, বড়ো যন্ত্রণাকাতর।
সময়ের আষ্টেপৃষ্টে জড়িয়ে রয়েছে দীর্ঘকাল
আকাশে নক্ষত্র নেই,চাঁদ নেই,জ্যোৎস্নার সামান্যতম আলো নেই।সমুদ্রে গর্জন নেই,আকাশে বর্ষণ নেই...

তথাপি চোখে কারও ঘুম নেই।