বিশ্বাসের মুখে অবিশ্বাসের মুখোশ
যে মুখে অন্যের মুখোশ পরে
মানচিত্রের উত্তর - দক্ষিণ , পূর্ব - পশ্চিম
আবর্তন করতে করতে
নিজের মানবিক বোধ বিসর্জন দাও
অথচ উঁচু গলায় মানবতার কথা আওড়াও
তখনই তোমার মুখের আড়ালে
এক নোংরা চিন্তা ও চেতনার
দু'শো ছয়টির মাত্রা ধরা পড়ে...