তুমি বলেছিলে একদিন —আমার পরিবার, আমার সন্তান ও আমাকে ছেড়ে যাবে না
এই স্নেহ, ভালবাসা, রাগ,অভিমান
বালিশ ভেজানো অতল জল—
সব সব

এ-সব আসলে বলার জন্য বলা—
ভালবাসা ও স্নেহ দাগা রেখে ব্যাকুল হাওয়ায়
তোমাকে ছেড়ে কি আর যাওয়া যায়!