আমার অতীত স্মৃতিগুলো
বসন্তের মেঘের সাথে ভেসে বেড়ায়
তার সাথে সাথে আমার ছেঁড়া স্বপ্নগুলিও...
মায়ের মৃত্যুর পর
আমি যখন চোখের জল চেপে রাখতে পারিনি
তখন তুমি এলে
একচোখে হাসি আর এক চোখে কান্না নিয়ে
স্নেহ ও ভালোবাসায় মাখামাখি
আমার দুচোখ বেয়ে অতীত ও বর্তমানের পাশাপাশি
চলে যায় তোমার দিকে
মা'ঘেরা রাস্তার বাঁকে বাঁকে এক একটা স্মৃতি—
তোমার সাথে মিলে যায়
তার সাথে সাথে ছেঁড়া স্বপ্নগুলোও...