ঘড়ির কাঁটায় একটা ছুঁইছুঁই
প্রবল ছাত্র স্রোত - কন্ঠে - বিচার চাই
সমস্ত পথ ঘিরে আছে পুলিশ নামক জন্তুরা
যারা রাতের অন্ধকারে শিকার ধরে অভিন্ন কায়দায়
তারা উর্দিপরে নৃশংস বিকেলের কোলাজ আঁকে
ছাত্র স্রোত ঢেউয়ের পর ঢেউ তুলে এগিয়ে যায়
সীমাহীন সমুদ্রের মতো
মৃত্যু আছে জেনে
সবার কণ্ঠে একটাই বাণী
বিচার চাই, বিচার চাই