আজকাল রাতে ঠিক ঘুম আসে না
আবার ঘুম হলেও মাঝরাতে
ঘুম ভেঙে গেলে জেগে দেখি
চাঁদ নিশ্চুপ অপেক্ষাই করছে
আমি কেঁদে তার দিকে তাকিয়ে দেখি
সারারাত আমার কাছে ওম দেয়
আমি ও চাঁদ সারারাত না ঘুমিয়ে
দুজন দুজনের অতীত কথা ভুলে
ভবিষ্যতে জেগে থাকার স্বপ্ন দেখি।