রোদ্দুরে পুড়ে
হয়ে গেছি ছাই
জিজ্ঞেস করছো
বলছি তো তাই,
কে যেন এসে
যেই ফু দিল
নিমেষেই সব ছাই
উড়ে চলে গেল !

দুরু দুরু বুকে
আকাশে তাকাই
বিষ্ময়ে দেখি
গাদা গাদা ছাই।
বুঝলাম এবার
শুধু আমি নই
অনেকের ছাই
এসব নিশ্চয়ই ।

আকাশটা দেখি
ছাই দিয়ে ঢাকা !
বর্ষার তাই
নেই বুঝি দেখা।
আহ্লাদিত হঠাৎ
মেঘের দেখা পেয়ে ?
মেঘ নয় কিন্তু
ছাইএ গেছে ছেয়ে !