তোমার বুদ্ধি আজ বিপন্ন
তোমাকে ঘিরে বুদ্ধিমান ও চালাকচতুর  
কয়েকটি মুখোশধারী মানুষ
তুমি দরজা ও জানালা রেখেছো অবাধে
মৃত্যু টানছে তোমায় বিপদ চারদিকে
চাঁদ নেই,সূর্য নেই
অতীত স্মৃতি  ঝরে যায়
অসংখ্য রাতের খেয়ালে

কোনটা সত্য আর কোনটা মিথ্যা
সে বোধ তোমার  নেই
বয়সের চাকায় অন্যের প্রলোভনে
ডুবে যাবে তুমি
খোলা চোখে অন্ধ তুমি উজ্জ্বল আলোতে
তোমার বুদ্ধি আজ বিপন্ন
অন্ধকার ফিরে আসবে প্রতিদিন