তুমি ছিলে বলে,
শিরদাঁড়া উঁচু করে চাকরিটা পেয়েছি
তুমি ছিলে বলে,
যোগ্য সম্মান আজও পেয়ে চলেছি ।

তুমি ছিলে বলে,
কালো দাগ যে এখনো লাগেনি গায়ে
তুমি ছিলে বলে,
মিথ্যার বেড়ি এখনো পড়েনি পায়ে।

তুমি ছিলে বলে,
কতশত তরুণের স্বপ্ন চোখে মুখে
তুমি ছিলে বলে,
জীবনের নৌকা ভরে যায়নি যে দুখে।

তুমি ছিলে বলে
স্কুল সার্ভিস হয়নি যে বন্ধ
তুমি নেই বলে
স্কুল সার্ভিস যে হয়ে গেল অন্ধ

তুমি ছিলে বলে
দিন দুঃখীদের হাসি ফুটেছিল ঠোঁটের কোনে
তাই মৃত্যু দিনে
তোমারই কথা বারে বারে পড়ছে যে মনে

তুমি ছিলে বলে
শিক্ষারই দরজায় কখনো পড়েনি খিল
তুমি ছিলে বলে
ঝরা পাতা খুঁজে পেলো ক্লোরোফিল