বন্ধু যত ছিল আমার
বন্ধু যত আছে
আজকের দিনে মনে মনে
যাবো সবার কাছে ।
বন্ধু শুধু বন্ধু তো নয়
বন্ধু মনের আয়না
বন্ধু ছাড়া কক্ষনো যে
নিজেকে চেনা যায়না ।
বন্ধু,এসো হাত মেলাই
আজকে সবাই মিলে
ঘরে বাইরে সবাই বন্ধু
প্রাণের মিল হলে ।
বাবা, মা, ভাই,বোন
জায়া, ছেলে, মেয়ে
ঘরের বাইরে চারদিকেতেই
বন্ধু আছে ছেয়ে ।
সবাই সবার বন্ধু হোক
সবাই সবার মিত্র,
আজকের দিনে প্রাসঙ্গিক
এমনি শুভ চিত্র !