বহু দিন পরে
ঝম্ ঝম্ করে
বৃষ্টিটা এল
লাগছে তো ভালো
আজ সন্ধ্যাতে !
ছাদে গেছি ছুটে
বৃষ্টি পড়ছে
ইচ্ছে করছে
ভিজি খুব করে,
মনটা যে উড়ে
মেঘেদের সাথে
এই সন্ধ্যাতে
খুনসুটি ক'রে
দেখি খেলা করে !
আকাশটা কালো
লাগে বড় ভালো।
রোমাঞ্চ জাগে
দেখি আরো আগে
কালো মেঘগুলো
যেন ফুলো ফুলো,
রেগে মেগে সারা
বৃষ্টির ধারা
হয়ে নেমে আসে
পৃথিবীটা ভাসে !
মনে মনে ভাবি
অপূর্ব ছবি !