আমি জানালা খুলে একজন
লোককে দেখি
যে একটা সাঁকো তৈরী করে
আমার প্রাপ্তি আর অপ্রাপ্তির মাঝে,
যে সাঁকোর ওপর দিয়ে আমি ও ঐ লোকটি সন্তর্পণে যাত্রা করি,
লোকটিকে দেখলেই শ্রদ্ধার
আসন তৈরি হয়
অথচ একটু সময় পেরোলেই
লোকটিকে ডেকে নিয়ে যায় অন্ধকারে
আমি ভয়ে ভয়ে সাঁকোর প্রান্ত ধরে
লোকটির কাছে গিয়ে পৌঁছাই
অপমান, অবহেলা, বঞ্চনা সহ্য করে
হৃদয়ে আগুন তৈরি হয়
আর..
বোধ আর বোধহীনতার মাঝে
নিজেকে হারিয়ে ফেলি।