এক আকাশ বিশ্বাস নিয়ে
তোমার উঠানে গিয়ে দাঁডাই
তুমি দুটো হাত শক্ত করে ধরতে বলো
সহজ সময়ের সাথে গিয়ে প্রতিজ্ঞা করি
তুমি সময়টাকে নিয়ে ছেলেখেলা করলেও
আমি তা পারি না
আমি যা পারি কেবল বিশ্বাস করতে
তোমার মনের ভেতরে অন্যের মন তা বুঝিনি
প্রতিটি মুহূর্তে অবহেলা করলেও
আমার সমস্ত চিন্তা চেতনা তোমার কাছে
পড়ে থাকে আমার মন
তোমার মনের ভেতরে থাকা মুখশের মন
তা আমাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যায়
আমার সব কিছু বুঝে ওঠার আগে
তুমি ও তোমার ভেতরের মন সরে গেল
সেই বিশ্বাস থেকে ফিরে আসতে
বড্ড দেরি হয়ে গেল...