হঠাৎ  পরিচয় হয়েছিল
তোমার সাথে
সমুদ্র সৈকতে

তুমি অস্পষ্ট স্বরে
স্মৃতি স্মরণে
নিলে টেনে

চোখে ছিল জল
নীরব সরলতায়
প্রকাশ ছিল বিস্ময়

একাকিত্মতা যেন তোমাকে
নি:স্ব করেছে
জীবনের কাছে

সে দিনের সেই রাতে
শপথের বাণী
আজও তা জানি

তবুও আজ কোন এক ভয়ে
সময়ের প্রতিক্ষণ
করছো বিভাজন।