যে তোমাকে বিনা মূল্যে বিশ্বাস করে
তোমার প্রতিটি কাজে নি:শর্ত ভাবে সাহায্য করে
যে তোমার একাকিত্বের পাশে থাকে
যাকে তুমি কারণে - অকারণে হেয় করো
অথচ সে তোমাকে নি:স্বার্থ ভাবে বিশ্বাস করে
যাকে তুমি প্রতিমুহূর্তে কটূ ভাষার জয়গান করো
তবুও সে তোমাকে ঘিরে বেঁচে থাকার স্বপ্ন দেখে
তুমি অন্যের খুশিতে মেতে থাকো
কিন্তু
তার বিশ্বাসকে ঠকিও না...