এই তো কিছুদিন আগে সৈকত জুড়ে  তোমার দুচোখ  জলে ভরে গিয়েছিল আর আমাকে জড়িয়ে তোমার  অতীত স্মৃতির গল্প করে ছিলে।যে স্মৃতি একাকিত্ম এনে দিয়েছে।আমি কিছুক্ষণ চুপচাপ ছিলাম। আমার শরীরে তখন  আমার অতীত প্রান্তে প্রান্তে ঘুরেবেড়াচ্ছে।ঠিক তখনই তুমি আমাকে সন্তান স্নেহের উষ্ণীষ দিয়ে চিরন্তন আশ্বাস পেয়ে বিশ্বাসের বন্ধনে আবদ্ধ হলাম।কিন্তু তেমনই এক সন্ধ্যায় তোমার চোখে আমি অসহ্য খেলার পুতুল  হয়ে উঠলাম আর তুমি অন্যের সেবায় ধ্যানমগ্ন হয়ে আমাকে দরজার বাইরে রেখে  ঘরময় অন্ধকার করে দিলে... আর বিশ্বাসের বন্ধন ছিঁড়ে দিলে...