তোমার ডাক সেদিন  ফেলাতে পারিনি
তোমার ছোট ছোট  অতীত শব্দ ও বাক্যগুলো
আমার হৃদয়ে বিশ্বাসের বাঁধ তৈরি করেছিলে
সেই বাঁধ শক্ত করে বেঁধেছিলাম  অনন্তকালের
অথচ
সময়ের সাথে সাথে বিশ্বাসের বাঁধ
তুমি নিজ হাতে ভেঙে দিয়ে গেল

তখনও সরল মনে জেগে ওঠে
তোমার অর্থহীন সমস্ত স্মৃতি কথা

যা ভবিষ্যতে বিশ্বাসের বাঁধে হেঁটে যাবো
তোমারই  খোঁজে...