ক্রিকেট জ্বরে ফুটছে ভারত
তেইশ বিশ্বকাপ,
কে কাপ জিতবে কেবা হারবে
তুফান চায়ের কাপ!
কেউ বা বলছে গিল বুমরাহ
দেখাবে তার খেল,
বলছে চাই আবার স্বামীর
জাদুকরী স্পেল!
কেউ তো বলছে রোহিত বিরাট
করবে যে সেঞ্চুরি,
অস্ট্রেলিয়া হোক কুপোকাত
দেখাক বাহাদুরি!
কেউ বা ভাবছে যদি আবার
ম্যাক্সওয়েল তার খেল,
তীর এসে ডুববে ভারত
পরপর জয় স্পেল!
ভারতের ভূমি ভারত কিন্তু
সত্যিই সেরা দল,
জেতার জন্য আছে তাদের
অটুট মনোবল!
চার ও ছক্কা রানের বন্যা
দারুণ বলে উইকেট,
এসব দেখতে মাঠ যে ভরাই
উন্মাদনার ক্রিকেট!
যেই বা জিতুক হোক ভালো খেল
এমন ক্রিকেট চাই,
বাইশ গজের ক্রিকেট যুদ্ধে
আমরা মজি তাই।