তোমার  মুখে  নতুন ভাষা
তাই পরস্পর চিনতে গিয়ে
পাই শুধু আঘাত ও বেদনা

দু:খ আমার শরীরে ঢেউ তুলে  ডিঙি ভাসে
এই সেই পিতা ও পুত্রের মিলন মুহূর্ত
নিভৃতে পুড়ছে অকাল বিস্ময়!