একটা বিস্ময়মাখা সন্ধ্যায় জন্ম আমার,
চাঁদের গ্রহণে তোমার না পাওয়া ফুটে ওঠে।
পিরামিড নীল হয়ে ওঠে রাতে,
বছর চারেক পরে সুদীর্ঘ একাকিত্ব এনে দেয়।
সাদাজীবন ঝরে পড়বে তোমার বুকে,
এ এক আশ্চর্য প্রাণের স্পন্দন।
পৃথিবীর ছায়া পড়ে চারদিকে,
ক্লান্তি আর পিছুটান ধরে রাখি নিভৃতে।
নিঝুম নিস্তব্ধ শান্তি তুমি জানি,
ছায়া আসে যায় আমার ভেতরে।