দিন,মাস,বছর সাক্ষী রেখে
তোমার অপেক্ষায় মগ্ন
কিছু স্মৃতি রয়ে গেছে
কিছু স্মৃতি ঝরে গেছে
তবুও দিন রাত বসে থাকি
এখনো তোমার অপেক্ষায়...
অথচ তুমি বীণা কারণে
কখনো কখনো অপ্রত্যাশিত বিরক্ত হও
আমার সামনে জ্বলজ্বল করছে
তোমার একাকিত্মতা
যদি তুমি ক্ষণিকের জন্য ভালোবাসো
তাহলে বিরক্ত হও না, ভুলে যেও...