বিদায় নিচ্ছি। তুমি শান্তির পাবে
সমুদ্রে না শোকে না দু:খে
ভীষণ মানসিক যন্ত্রণায় ছটফট ছটফট
করেছি
তোমার ভাবনার ভেতর কার চোখ জাগে
অসহায় আজ বড় দু:সময় সমস্ত শরীর
কাঁপিয়ে দিচ্ছে
তবুও তুমি নিশ্চুপ। তোমার সাথে খামোখাই ঝগড়া করি
তুমি নিরর্থক গল্প শুনে দূর্বল হয়ে যাও
অন্ধের মতো
যাকে ঘিরে তোমার দিন-রাত, উন্মাদনা চলে
কেবলই আমি হই যাই দোষী
বিদায় নিচ্ছি।তুমি পারলে তোমার মমতা থেকে বেরিয়ে যাও
ঐই যে সীমারেখা
তা পেরিয়ে চলে যাবো অনেক অনেক দূরে।
বিদায় নিচ্ছি....