আজও  বিচলিত হই
তোমার একাকিত্বের ব্যাকুলতায়
রাত্রিযাপন করি
পুরনো বেদনা আঁধারে ফিসফাস করে
শিহরিত হই
অতীত ভিজিয়ে দেয় তোমার হৃদয়
চোখে দু:খ স্রোতের ঢেউ

মায়ের অবর্তমানে
বাবার অবর্তমানে
পেয়েছি তোমাকে
তবুও ঈশ্বরের আয়নায় তোমাকে পেয়ে
বিষণ্ণতায়  ভারী হয় চোখের পাতা

স্নেহ পেয়েছি
ভালবাসা পেয়েছি
আনন্দে জড়িয়ে ধরেছি
অনবদ্য প্রার্থনায় ঈশ্বর হাসে
ভালবাসার ঘ্রাণে বিচলিত হই

আবারও হারানোর ভয়ে...