তোমার মনের
পরিবর্তন বদলে দিয়েছে কেউ
আমাকে ভুলে যেতে
সময় লাগবে না আর
তোমার বোধ এভাবে শেষ হবে
পেছনে ঘুরতে ঘুরতে
আজও আমি তো ভাবিনি
তোমার সমস্ত ইচ্ছে শূন্য করে
প্রতিটি সময় তোমাকে ব্যবহার করছে জেনে
তুমি সেই পথে হেঁটে যাও
যখন আমার মৃত্যু হবে
শেষবার মনে হলে
তোমার বিবেক দংশনে যেন না হয়।