ও-ই পথে দূরে
নিকষ কালো অন্ধকারে
অজানা পুকুরের উপর
বিবস্ত্র পড়ে আছে যে দেহ,
কেউ তাকে আর বলে না মানুষ --

ঠিক যেন প্রান্তিক ভূখণ্ডের    
   একটি আধুনিক মানচিত্র।