পশ্চিম আকাশে দেখি সূর্য ডুবে যায়,
আঁধার ঢাকছে ক্রমে পৃথিবীর কায়।
পশ্চিমের লাল রঙ যায় পূবদিকে,
যেতে যেতে পথ মাঝে হয়ে যায় ফিকে।

সারস-বকের দল ফিরছে বাসায়,
ছানাগুলো বসে আছে খাবার আশায়।
আর ক্ষণকাল পরে গোধূলির বেলা,
ছেলেমেয়ে ফিরে যাবে শেষ করে খেলা ।

গোধূলির পরে পরে সন্ধ্যা এসে যাবে,
গগনে তারার দেখা সকলেই পাবে।
নিশীথের সাদা চাঁদ আসবে না আজ,
অমাবস্যা এসে গেলে পায় তার লাজ।

কোটি তারা আপনার আলো ঢেলে দেবে,
তাতেই সকলজন মন ভরে নেবে ।
শুকতারা বসে নেই পশ্চিম আকাশে,
সারাক্ষণ কাজ করে-- সাঁঝবেলা হাসে।

আবার ভোরের বেলা আসে প্রতিদিন,
এসে বলে--শেষ হলো, পুরো একদিন।
পুনরায় সূর্য উঠে--ফের অস্ত যায়--
জীবনের একদিন সকলে হারায়।