অথচ এই বেঁচে থাকা
শুধু কোনও একদিন
তোমাকে খুঁজে পাব বলে
এখন জানালার পাশের
গাছের পাতার ফিসফিস শব্দ হলে
চমকে উঠি
আর
নিজের বুকে টোকা দিয়ে খোঁজ নিই—
জেগে আছি তো!
একবার এসে যেন আর ফিরে যেতে না পারো
তোমার জন্য হৃদয়ে এঁকেছি আর আসনে বসিয়ে
তোমার অবয়ব
একবার এসে দেখে যাও
এত- এত ঘৃণা করো আমায়
তবুও
বোবা আকাশের দিকে চেয়ে চেয়ে
তোমার অপেক্ষায় —
বেদনার ভাষা হারিয়ে ফেলি...
হয়তো এই বেঁচে থাকা
শুধুই তোমাকে খুঁজে পাবো বলে...