সবে শুরু...
শীতকালীন শান্তি
সকালের কুয়াশা ভেঙে এগিয়ে চলছে সূর্য।
সারারাত ঘুমহীন চোখে আমি।শুধু স্নেহ লাভের
যৎসামান্য ইচ্ছে।
কটু কথা ও বিরক্তিকর ঠোঁট
আমি দিন ও রাত আস্বাদ করি।
সকাল থেকে অপেক্ষা করি
দুপুর ভেঙে সন্ধ্যায় আসীন
অথচ চোখে ও মুখে রাগের প্রভাব
আস্তে আস্তে তোমার ব্যস্ততা বুঝি
হঠাৎ স্নেহ ও আদর হারিয়ে
তোমার ব্যস্ততার মাঝে শত্রু হয়ে উঠি।