এই বয়সে এখন আমার
বসন্তের ছোঁয়া নেই
শীতের রুক্ষ স্পর্শ আমার
সারা দেহ মনেতেই !
ক্রমে ক্রমে আমি সঙ্কুচিত
মনের আবেগ যত
শেষ হয়ে গেছে ধীরে ধীরে সব,
পাই না আগের মত
কোন কাজে উৎসাহ,
মন ভরে গেছে বিষণ্ণতায়!
এটাই কি তবে জীবন থেকে
বসন্তের চির বিদায় ?
আমি কি এখন রিক্ত তবে
স্নেহ নেই অন্তরে ?
হঠাৎ আমি অনুভব করি
চেতনা এসেছে ফিরে ।
ভেবে দেখি আমি ঐ তো ওরা
চার দিকে আছে ছেয়ে
ওরাই তো সব বসন্তের ফুল
ছোট ছোট ছেলে মেয়ে !
ওরা আজ কুঁড়ি, বিকশিত হোক
ওদের সবুজ মন
পূর্ণতা পাক, সুরভি ছড়াক
দিকে দিকে সারাক্ষণ ।
ওদের আবেগ আর উৎসাহ
আনন্দ কলরব,
ফিরিয়ে আনুক জীবনে আমার
বসন্ত উৎসব !
এখন তো আমি বুঝতে পেরেছি
ওরাই তো আছে ঘিরে
যতই সময় যাক না কেন
বসন্ত আসবে ফিরে ।