অন্তরে কে ডাক পাঠালো
কে দিয়েছে চুম ?
ফাগুন এসে সংগোপনে
ভাঙিয়ে গেলো ঘুম।
উঠলো হেসে শিশুর মতো
গাছ গাছালি বন,
নতুন পাতায় নতুন কথার
নতুন আয়োজন।
গাইছে পাখি আপন মনে
মন ভুলানো সুর,
ফুলের বুকে ফলের স্বপ্ন
মিষ্টি ও মধুর।
হিমেল হাওয়া আলতো করে
আদর বুলায় গায়,
রিনিঝিনি তাল তুলে
খুকির নুপুর পায়।
এমনি করেই বসন্ত আসে
বাসন্তী রং নিয়ে ,
অন্তরে সবার ডাক পাঠায়
নতুন খবর দিয়ে।
তাইতো সবাই জেগে উঠে
সবার মুখে হাসি,
বসন্ত বিলায় উদার উল্লাস
অপার ভালোবাসাবাসি।