পবিত্র দুটো সম্পর্ক
তাকে নিয়ে ওলট পালট ভাবনার শেষ নেই
অপত্যস্নেহ সেখানে অপমানিত
সম্পূর্ণ মৃত্যু ঘটে হঠাৎ সম্পর্ক
অবহেলা, অসম্মান বঞ্চনা — এ-সব এড়িয়ে
চেষ্টা করি রাখতে স্থায়ী সম্পর্ক
আমার সব চেষ্টা ব্যর্থ হলেও
শ্রদ্ধার আসিনে রেখে যাই মনের ঘরে।