নাই বা এলো আবেশ মাখা
ঘুম জড়ানো রাত,
নাই বা পেলাম আমার মাথায়
তোমার দুটি হাত।
নাই বা তুমি থাকলে পাশে
নাই বা পরশ দিলে,
নাই বা দিলে স্নেহের আদর
যাক না বিফলে।
নাই বা ভালোবাসলে আমায়
মধুর সুরের গান,
নাই বা তুমি রাখলে কাছে
শুধু পেলাম অসম্মান
নাই বা আদর করে ডাকলে আমায়
একটু আপন করে,
নাই বা দিলে সন্তান স্নেহ
শুধু থাকবে পিতার অধিকারে।