তোমার শুদ্ধ চেতনা জোঁকের মতো শুষে নেয়
তোমার ভালোবাসার উন্মাদনা
কথার ভাঁজে ভাঁজে দীর্ঘ সময় আটকে থাকা
রাতের পাতার চমক
নানান অজুহাতে তোমাকে ঘিরে
অসম্ভব ভাবনার নাটকীয়তা
টনিকের মতো বাড়ায় আবেগের ঘ্রাণ
খাদ মিশ্রিত ভালবাসার অপূর্ব আয়োজন
পালটে যায় তোমার জীবনের সূত্র
অকৃত্রিম ভালবাসায় কিভাবে বদলে যায়
তোমার জীবনের রং
সময়ের অন্ধকার
মানবিক আলোর ঠিকানা
তুমি ও কারাগার যেন
হাত ধরাধরি করে হাঁটছো।