বন্দী আমি নিজের কাছে
বন্দী আমি বাচার আশায়
বন্দী আমি এই মাটিতে
বন্দী সবার ভালবাসায় ।
বন্দী আমি চিরতরে
জানতে গিয়ে অজানারে
হয়নি জানা, বন্দী তাই
অজ্ঞানতার অন্ধকারে ।
বন্দী আমি জন্ম লগ্নে
বাবা মায়ের স্নেহের কাছে
বন্দী আমি যৌবনেতে
স্ত্রী, কন্যা যারা আছে।
বন্দী আমি সবার কাছে
আমায় ঘিরে আছে যারা
যাদের সাহচর্যে আমার
ভালবাসায় জীবন মোড়া।
বন্দী হতেই জন্ম বুঝি
নেই তো মুক্তি আজও তাই
বন্দী আমি, জন্ম জন্ম
বন্ধনেতে তাই জড়াই।