সহজভাবে মুখে মুখোশ পরে নাটক করে
অভিনয় এতো সুন্দর যে মানুষের মনকে হঠাৎ গলিয়ে দেয়
তারপর কিছুদিন যেতে না যেতেই একজনকে ছেড়ে আর একজনকে মুখোশ পরায়
এই ভাবে মুখোশ পরাতে পরাতে
কখন সবার বন্ধু হয়ে যায়।আর সেই সুযোগ নিয়ে
নাটকের অন্যতম অভিনেতা হয়ে ওঠে।