একটা বছর কেটে গেল
রাগ, অভিমান ও ভালোবাসায়
এক একটা দিন ও রাত
অসহায় ভাবে কেটেছে
তোমাকে ছেড়ে
তবুও তুমি মনের ভেতর
আমাকে রেখেছো পরোক্ষভাবে
অথচ তোমার প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনে
ত্রুটি রাখিনি
কিন্তু তুমি তোমার মুখের ভাষাকে
দমন করতে পারোনি বলে
বছরের শেষেও
তোমার বলা অপমানের ভাষা
আজ আমার হৃদয় চূর্ণ বিচূর্ণ করে দিয়ে গেল
নিজস্ব ভুল আয়নায়...