প্রতিটি দিন বাবা ভুল পথে ঢুকে পড়ে
যেখানে আড্ডা মারে, মিথ্যা ভাষণ দেয়
কয়েকটি শিক্ষিত মাঝ বয়সী
কয়েকটি ভদ্রলোক
তারা কেউ কেউ চাকরি করে, আবার কেউকেউ পড়ে থাকে অন্যের বাড়িতে
এইসব রোজ বাবা দেখে
তারপর মায়ের আবছা ছায়ার পেছনে পেছনে
ঢুকে পড়ে ভুল পথে
আর সেই পথে বাবাকে একা পেয়ে
বাবার বাড়িতে থাকার আবদার করে
তারপর থেকে বাড়িখানা দখল হয়ে যায়
তখনও বাবা ভুল বাড়িতে ঢুকে পড়ে।